প্রায় এক বছর আগে জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা মহাজগতের দুর্বল ছবি প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার আবারও নতুন ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিলো বিশ্ববাসীকে। এবার বুধবার (১২ জুলাই) প্রকাশ করা হলো উজ্জ্বল নক্ষত্র সৃষ্টির নতুন ছবি। খবর দ্য গার্ডিয়ানের।
নাসার প্রকাশিত নতুন ছবিতে ৩৯০ আলোকবর্ষ দূরে নক্ষত্র কীভাবে সৃষ্টি হয়, তা দেখানো হয়েছে। সেখানে প্রায় ৫০টি নতুন নক্ষত্র রয়েছে। যার ভর সূর্যের মতোই বড় বা ছোট।
রো অফিউচি নামের ক্লাউড কমপ্লেক্স থেকে ছবিগুলো তোলা হয়েছে। রো অফিউচি ক্লাউড কমপ্লেক্স হলো পৃথিবীর সবচেয়ে কাছের স্টেলার নার্সারি। এটি নতুন নতুন নক্ষত্র গঠনের স্থান হিসেবে পরিচিত।
এখন পর্যন্ত জেমস ওয়েব টেলিস্কোপ নাসার সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। ২০২২ সালে প্রথম এই টেলিস্কোপ দিয়ে তোলা ছবি প্রকাশ করে মহাকাশ গবেষণা সংস্থাটি।
এটিএম/
Leave a reply