আবারও ইউক্রেনের সাথে শস্যচুক্তি স্থগিত রাশিয়ার, বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

|

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির চুক্তি স্থগিত করে দিলো রাশিয়া। সোমবার (১৭ জুলাই) মস্কো জানায়, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত নতুন করে চুক্তির মেয়াদ বাড়বে না। ফলে ইউক্রেন থেকে গমসহ অন্যান্য শস্য রফতানি কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেলো। এর ফলে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন এর।

মূলত, সোমবারই বহুল আলোচিত শস্যচুক্তির মেয়াদ শেষ হয়। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার রফতানি সংক্রান্ত শর্তগুলো পূরণ না হলে চুক্তিতে ফিরবে না মস্কো।

গত বছর রুশ হামলা শুরুর পাঁচ মাস পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানির চুক্তিতে সম্মত হয় রাশিয়া। এরপর কয়েকবার নবায়নও করা হয় এর মেয়াদ। সবশেষ মে মাসে ৬০ দিনের জন্য নবায়ন করা হয় চুক্তি। বিশ্বের অন্যতম প্রধান শস্য যোগানদাতা দেশ ইউক্রেন থেকে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে আবারও খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply