নতুন কিউরেটর নিয়োগ দিলো বিসিবি

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক মিডিয়া বার্তায় বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

অজি কিউরেটর হেমিং খুবই অভিজ্ঞ। ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছেন তিনি। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে লম্বা সময় কাজ করেছেন হেমিং। এরপর কাজ করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেট হিসেবেও।

এছাড়া ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শ ছিলেন। পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে ২০২২ সালে পাকিস্তানে গিয়েছিলেন হেমিং। লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে তার সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবির সভাপতি ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের পিচের গুণগত মান বাড়ানোর ব্যাপারে স্থানীয় কিউরেটরদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply