ভারতে বন্যার পানিতে ভেসে ঘরবাড়িতে ঢুকে পড়ছে কুমির

|

ভারতের হরিদ্বারে ভারী বৃষ্টির কারণে গঙ্গা নদীর পানি উপচে তলিয়ে গেছে শহর। তবে বন্যার চেয়েও এখন আরও একটি সমস্যায় ঘুম উড়ে গেছে বাসিন্দাদের। নদীর পানি শহরের বিভিন্ন স্থানে ঢুকে পড়ায় সেই পানিতে ভেসে আসছে কুমিরও। এতে আতঙ্কিত বাসিন্দারা। এরই মধ্যে শহর থেকে অন্তত ১০টি কুমির সরিয়ে ফেলেছে বন বিভাগ। তবে এখনও বেশ কয়েকটি ভেসে বেড়াচ্ছে লোকালয়ে। খবর ইন্ডিয়া টাইমসের।

এনিয়ে হরিদ্বারের বিভাগীয় বন কর্মকর্তা নীরজ বর্মা বলেন, অতিবৃষ্টির জেরে নদী উপচে পড়ছে। এর ফলে, একাধিক কুমির মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। গত ১৫ দিনে আমরা অন্তত ১০টি কুমির ধরেছি বিভিন্ন জায়গা থেকে। অনেক ক্ষেত্রে কুমির বাড়ির ভেতরেও ঢুকে বসেছিল।

হরিদ্বারের লাকসর, খানপুর এবং রুরকি এলাকায় বেশ কয়েকটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আতঙ্কিত সাধারণ মানুষ।

এনিয়ে হরিদ্বারের রেঞ্জ অফিসার দীনেশ নাউদিয়াল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা একটি ২০ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’ তৈরি করেছি। এর আগে এ রকম পরিস্থিতি তৈরি হয়েছিল সাপ নিয়ে। সেই সময় দৈনিক ১২ থেকে ১৫টি করে সাপ ধরা পড়ছিল লোকালয় থেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply