বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩০ পিস স্বর্ণের বার জব্দ

|

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা দৌলতপুর সীমান্ত’র বটতলা নামক স্থান থেকে এ স্বর্ণের বার জব্দ করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া করলে স্বর্ণ বহনকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। মোড়ানো গামছা খুলে সাড়ে ৩ কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply