রাজশাহী ব্যুরো:
হিরো আলম ছাড়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, এখন ভোটকেন্দ্রে ভোটার থাকে না। কেন্দ্রের সামনে কুকুর ঘুমায়। আরাফাত ভোটার বিহীন ঢাকা-১৭ এর উপ-নির্বাচনের পর জয়ের চিহ্ন দেখায়। আওয়ামী লীগের দুঃসময় এসে গেছে। হিরো আলমের মতো অর্ধ-পাগলকে পেটাতে হয়। কারণ আওয়ামী লীগের হিরো আলম ছাড়া প্রতিদ্বন্দ্বী নেই। কারণ এই সরকারের অধীনে কেউ নির্বাচন করতে চায় না।
কর্মসূচিতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউএইচ/
Leave a reply