স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
যুবকল্যাণ তহবিল থেকে ৬৪ জেলার সর্বোত্তম যুব সংগঠনের প্রতিনিধিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, যুবরাই জাতির প্রধান চালিকাশক্তি। তাই দারিদ্র বিমোচন ও টেকসই উৎপাদনে যুবদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সরকার যুবদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
/এমএন
Leave a reply