আজও কার্যালয়ে ঢুকতে পারেনি নুরের নেতৃত্বাধীন অংশ

|

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

পল্টনের জামান টাওয়ারে আজও (২১ জুলাই) ঢুকতে পারেনি গণঅধিকার পরিষদ একাংশের নেতাকর্মীরা। ওই ভবনে যাতে তারা ঢুকতে না পারে তাই পুলিশ মোতায়েন ছিল।

ভবন মালিকের পক্ষ থেকে নুরুল হক নুরপন্থীদের কার্যালয় ছাড়ার নোটিশ দেয়ার পর শুরু হয় জটিলতা। বৃহস্পতিবার (২০ জুলাই) এ নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় নেতাকর্মীদের। আজ বিকেলে ফের চেষ্টা করে ঢুকতে না পেরে সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেন, সরকারের ইশারায় ভবন মালিক তাদের চলে যেতে বলেছে। অথচ ভাড়ার চুক্তি মতো আরও ৬ মাস তাদের অধিকার আছে। ইসি থেকে নিবন্ধন না পাওয়ায় ২৪ জুলাই ইসি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। পরে মিছিল বের করে নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এই কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় কার্যালয় খুলে দিতে হবে। চুক্তি অনুযায়ী আগামী ৬ মাস পর্যন্ত আমরা এই কার্যালয়ে থাকতে পারবো। ৬ মাস পরে আমরা কার্যালয় ছেড়ে দেবো। নিজস্ব কার্যালয় ক্রয় করা উদ্যোগ আমরা দিয়েছি। ইতোমধ্যে আমাদের কয়েক লক্ষ টাকা হয়ে গিয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply