রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইগর গিরকিনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। খবর রয়টার্সের।
শুক্রবার (২১ জুলাই) মস্কোয় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
এক্ষেত্রে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে গিরকিনের। ২০১৪ সালে রাশিয়ার পক্ষে ক্রাইমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই সমালোচনা করেন প্রেসিডেন্ট পুতিনের।
এটিএম/
Leave a reply