‘বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন, কার কতখানি শক্তি পরীক্ষা হয়ে যাক’

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংবিধান না মেনে অসাংবিধানিক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে নির্বাচনে আসুন। পরীক্ষা হয়ে যাক কার কতখানি শক্তি আছে এবং কার কত জনপ্রিয়তা?

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে নিজের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ছোট সংগঠন নয়। শেখ হাসিনা হিমালয়ের মতো দাঁড়িয়ে আছেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে না।

সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জাহিদ মালেক বলেন, দেশের মানুষকে ৩৫ কোটি করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশে এই টিকা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply