নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

যে কেউ নির্বাচন বর্জন করতে পারে। কিন্তু প্রতিহত করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে বিএসআরএফের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেছেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার চায়, বিএনপি পূর্ণশক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু, অদৃশ্য শক্তির কারণে নির্বাচনে আসতে পারছে না দলটি।

তথ্যমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না। বরং, সহজলভ্য করেছে সবার জন্য। তবে, এর সুযোগ নিয়ে বিএনপি পেইড এজেন্টদের দিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করাচ্ছে। এগুলো ডিজিটাল অপরাধ।

মন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য সারা পৃথিবীতে আইন আছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি একটি আইন পাস করেছে। সেখানে অনেক দেশ সায় দিয়ে আইন পাস করেছে। বাংলাদেশ এখনও করেনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্যেই তো বোঝা যাচ্ছে যে, তারা নির্বাচনে আসতে চান। কিন্তু, কোনো অদৃশ্য শক্তির কারণে তারা আসতে পারছে না। তাদের নেতৃত্বের কোনো অদৃশ্য থাবার কারণে নির্বাচনে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেই বোঝা যাচ্ছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply