বৃষ্টিতে অ্যাশেজ জয়ের স্বপ্ন ভেস্তে যাওয়ার কষ্ট হজম করতে পারছেন না ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। ম্যানচেস্টারে শেষ দিন পুরোটা বৃষ্টির দখলে থাকায় ড্র হয় টেস্ট। জয়ের সুবাতাস উড়ে যেয়ে, এখন মর্যাদার অ্যাশেজে থাকছে ড্রয়ের সুযোগ। ওয়ানডে-টি২০ বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজ জিতে কিংবদন্তির আসনে আপাতত বসা হলো না স্টোকসের। আর ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে হারার সুযোগ না থাকায়, অ্যাশেজ ধরে রাখলো অজিরা।
চতুর্থ দিন শেষে স্বাগতিকদের জয়টা পরিষ্কার হয়ে যায়। শেষ দিনে খেলা হওয়ার কথা ছিল ৯৮ ওভার। তখনো অজিরা পিছিয়ে ৬১ রানে, ইংলিশদের দরকার ছিল ৫ উইকেট। কিন্তু বৃষ্টি কেড়ে নিয়েছে বেন স্টোকসদের বাজবলের গতি, সাথে ভেসে যায় ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন। এখন শুধু হতে পারে ২-২ র ড্র।
বেন স্টোকস বলেন, হজম করাটা কঠিন। আবহাওয়া আমাদের সহায়তা করেনি। আমরা এটা নিজেদের চাওয়া মতো বদলাতেও পারি না। এটা হজম করা কঠিন। কারণ, এর আবহাওয়া কারণেই আমাদের এখন ড্র নিয়ে বসে থাকতে হচ্ছে। অথচ যতক্ষণ খেলা হয়েছে, নিজেদের পক্ষে সম্ভব সবই আমরা করে রেখেছি। পুরোটা সময় আমরা দাপট দেখিয়েছি, কিন্তু যেটা হলো, কী আর করা।
ওয়ানডের পর টি২০ বিশ্বকাপ জেতা বেন স্টোকস হারালেন অধিনায়ক হিসেবে অ্যাশেজ জয়ের ইতিহাস গড়ার। নিজে আর দলটা কিংবদন্তির আসনে বসানোর সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা লুকাতে পারেননি স্টোকস।
তিনি বলেন, অ্যাশেজ জেতা অধিনায়ক হতে চেয়েছিলাম। এই দলটাকে কিংবদন্তিতে পরিণত করতে চেয়েছিলাম। যেভাবে শেষ হলো তারপরও মানুষ আমাদের কথা মনে রাখবে।
বৃষ্টিতে সিরিজ রক্ষা পাওয়ায়, উৎসব তো জমেনি মাইটি অজিদের। যদিও ওভালে শেষ টেস্ট হারলেও এবারের মর্যাদার অ্যাশেজ থাকছে তাদেরই। ২০১৭ থেকে অস্ট্রেলিয়ার হাতে থাকা অ্যাশেজ থাকলো আরও দুই বছর।
/আরআইএম
Leave a reply