কুড়িগ্রামে বজ্রপাতের আঘাতে ৯ মাদরাসা শিক্ষার্থী আহত

|

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদরাসায় ঘটনাটি ঘটে।


আহতরা হলেন, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মলা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। এদের মধ্যে সাতজনকে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

মাদরাসার অধ্যক্ষ মানিক মিয়া জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুইজন ছেলে এবং সাতজন মেয়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়। তাদের মধ্যে সাতজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান নিশ্চিত করেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply