আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। পথে গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায় পৌঁছালে ৭টা ২০ মিনিটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যাত্রীরা। পরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন থেকে ইঞ্জিন এনে কমিউটার ট্রেনটিকে সচল করা হয়।
এদিকে, ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান সাইদুর রহমান।
/এমএন
Leave a reply