শুক্রবার দুপুরে নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

|

বিএনপির মহাসমাবেশ বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুরে নয়া পল্টনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক চেষ্টা করেও পুলিশের অবস্থান বদলায়নি। তবে বিএনপি বারবারই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ার পারসনের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানান মির্জা ফখরুল। এ সময়, কর্মসূচিতে সরকার কিংবা প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে বিএনপি নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নিতে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, দলের পক্ষ থেকে গত ২৩ জুলাই সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানের কথা ডিএমপিকে জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি আর কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তির কথা আমাদের জানিয়েছে মহানগর পুলিশ কর্তৃপক্ষ। যদিও ইতোপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ-মহাসমাবেশের দৃষ্টান্ত আছে।

এর আগে, বৃহস্পতিবার মহাসমাবেশ করার কথা ছিল বিএনপি’র। বিএনপি চাইছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার। কিন্তু, এ দুই ভেন্যুতে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply