ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, উদ্ধার আরও ১১ মরদেহ

|

কোকেন পাচারকে কেন্দ্র করে ইকুয়েডরের কারাগারে ছড়িয়ে পড়ে সংঘর্ষ৷ ছবি: এপি

ইকুয়েডরে কারাগারে দাঙ্গাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। নতুন করে আরও ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ জনে। খবর এপির।

গেলো শনিবার (২২ জুলাই) এমেরাল-ডাস শহরে দেশটির অন্যতম কুখ্যাত কারাগারে সহিংসতার সূত্রপাত হয়। ১৫ কারারক্ষী ও দুই কর্মকর্তাকে জিম্মি করে কয়েদিরা। পরে সহিংসতা ছড়ায় ছয়টি কারাগারে। বন্দি করা হয় শতাধিক কারারক্ষীকে। এর পর সেনা ও পুলিশের যৌথ অভিযানে মুক্ত করা হয় তাদের। উদ্ধার করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

কর্তৃপক্ষ বলছে, এখনও একাধিক কারাগারে চলছে সহিংসতা। নিরাপত্তা বাহিনীর ওপর দফায় দফায় চালানো হয় হামলা।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মোট ৪৩০ জনের মতো মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে, কারাগারে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো জরুরি অবস্থাও ঘোষণা করেছেন৷

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply