গুলিস্তানে দুইপক্ষের সংঘর্ষ; ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

|

ফাইল ছবি

রাজধানী ঢাকার গুলিস্তানে দুইপক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে গোলাপ শাহ মাজারের কাছে এ ঘটনা ঘটে।

পল্টন থানা পুলিশ সূত্রে জানা গেছে, শান্তি সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই গ্রুপের মধ্যে। সেখানেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নেয়ার পর তাদের একজনকে মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক।

ঢাকা মেডিকেলের দেয়া তথ্য অনুযায়ী, আহতরা হলেন- মো. আরিফুল (১৮), জোবায়ের (১৮), রনি (৩২) ও মোবাশ্বের (২৮)। যার মৃত্যু হয়েছে, তার নাম এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এ প্রসঙ্গে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, কীভাবে ঘটনাটি ঘটলো বা কারা হতাহত হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন বলেছেন, ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছে। বাকি চারজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply