ক্যামেরাম্যানকে পানি ছুড়ে মারলেন রোনালদো

|

ছবি: সংগৃহীত

নিজের অনিয়ন্ত্রিত আচরণের কারণে প্রায়ই সমালোচিত হচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কই যেন বেশি পছন্দ পতুর্গিজ তারকার। আল শাবাবের বিপক্ষে ম্যাচে এক ক্যামেরাম্যানকে পানি ছুড়ে মেরে আবারো বিতর্কের মুখোমুখি হলেন পর্তুগীজ তারকা রোনালদো।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল শাবাবের সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসর। এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ৬২ মিনিটে মাঠে নামেন তিনি। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি। এতে দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয়। যদিও পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল শাবাব।

ম্যাচ শেষ হওয়ার পর পর্তুগিজ সুপারস্টার হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এসে এক স্টাফের কাছ থেকে পানির বোতল নেন। এক চুমুক পানি খান। কাছেই এক ক্যামেরাপার্সন তার দিকে ক্যামেরা তাক করে ছিলেন। বিরক্ত হয়ে তার দিকে পানি ছুড়ে মেরে তাকে একা থাকতে দিতে বলেন। ক্যামেরাপার্সন তখন ক্যামেরা নিয়ে মাঠের দিকে চলে যান।

এখন দেখার অপেক্ষা রোনালদো তার এই আচরণের কারণে শাস্তি পান কি না। তবে এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং নিঃসন্দেহে আরেকবার তার ভাবমূর্তি ক্ষুণ্ন হলো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply