হামাস ও ফাতাহর আন্তঃ সমন্বয় কমিটি গঠনের ঘোষণা

|

ছবি: সংগৃহীত

আন্তঃ সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক দল- হামাস ও ফাতাহ মুভমেন্ট। রোববার (৩০ জুলাই) গৃহীত হয় এ সিদ্ধান্ত।

দীর্ঘদিনের বিরোধ মেটাতে মিসরের আল-আলামিন বন্দর নগরীতে চলছে সংলাপ। সেখানে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাঈল হানিয়ার মধ্যে হয় এই বিরল বৈঠক। পরে, তাদের সাথে যুক্ত হন ছোট আরও ১২টি দল বা সংগঠন। সেখানে রাখা বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, একক রাষ্ট্র-একক সরকার কাঠামো, অভিন্ন নীতিমালা এবং বৈধ সেনাবাহিনী বর্তমানে ফিলিস্তিনের লক্ষ্য। সেটি পূরণেই গঠন করা হলো কমিটি। প্রত্যাশা করা হচ্ছে, খুব শিগগিরই পূরণ হবে কাঙ্খিত লক্ষ্য।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, জাতীয় ঐক্য এবং বিভেদ দূর করার জন্যেই এ বৈঠক। প্রত্যাশা থাকবে, ১৪টি ছোট ছোট দল নানা ইস্যুতে বিরোধ মিটিয়ে ফেলবে। কার্যকরী সংলাপের মাধ্যমে তারা পৌঁছাবে চুক্তি বা সমঝোতায়। ফিলিস্তিনের আশা, শিগগিরই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply