আখাউড়ায় ভুয়া সার্টিফিকেট নিয়ে ভারত গমনের সময় যুবক গ্রেফতার

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পুলিশ ক্লিয়ারেন্সের ভুয়া সার্টিফিকেট নিয়ে ভারত গমনের সময় হৃদয় নূর (২২) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ ওই পাসপোর্টধারী যুবককে আখাউড়া থানায় সোপর্দ করেন। গ্রেফতারকৃত যুবক ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নয়নপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা হান্দু মিয়ার ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতের দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়া দূতাবাসে ভিসার আবেদন করতে হৃদয় সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে সিল জালিয়াতি ধরা পড়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পাসপোর্টধারী যাত্রীর বিরুদ্ধে জালিয়াতি মামলা প্রক্রিয়াধীন। এ চক্রের হোতাদের আটকে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply