শৈলকুপায় স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

|

অভিযুক্ত স্বামী রইচ উদ্দিন ও নিহত স্ত্রী নাজমা খাতুন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রইচ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা থেকে তাকে আটক শৈলকুপা থানা পুলিশ।

ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল বলে নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

তিনি জানান, ঘটনার দিনই হত্যায় ব্যবহৃত বটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। নিহত নাজমা খাতুনের (৪০) পোস্টমর্টেম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। আসামি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, রোববার (৩০ জুলাই) রাত ১২টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদী গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে বটি দিয়ে গলা কেটে করে হত্যা করে স্বামী রইচ উদ্দিন। তারপর থেকে সে পলাতক ছিল।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply