জাতীয়করণের দাবি, কাফনের কাপড় গায়ে অনশনে শিক্ষকরা

|

ছবি: সংগৃহীত

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে বসেছেন শিক্ষকরা। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেন তারা। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করতে চাই। এর আগ পর্যন্ত আমরা অনশন করে যাব। এতে যদি মৃত্যু হয়, তবুও অনশন বন্ধ করব না।

এদিকে, গত ১১ জুলাই থেকে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। সোমবার (৩১ জুলাই) ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply