মহেশপুরে সিএনজি-লাটাহাম্বারের সংঘর্ষে নিহত ২

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ভৈরবা তেল পাম্পের সামনে সিএনজি ও লাটাহাম্বারের (স্থানীয় যানবাহন) সংঘর্ষে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ইমরান ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পটিপাড়া গ্রামের আজিবর রহমানে ছেলে। এ ঘটনায় মৃত্যু হয়েছে নজিবুর রহমান নামে আরও একজনের।

এর আগে, সোমবার বিকাল ৪টার দিকে ভৈরবা তেল পাম্পের সামনে সিএনজি ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে ও ভাষানপোতা-আমিননগর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নজিবুর রহমান নিহত হন। এ ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় ইমরানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ নিয়ে কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া-নবী মিয়া জানান, ঢাকা থেকে লাশ আজ (মঙ্গলবার) সকালে গ্রামের বাড়িতে পৌঁছায় সকাল ১০টায়। এরই মধ্যে নিহত ইমরান হোসেনকে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply