মারা গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি। জোস পাওলিনো গোমেজ নামের ওই ব্যক্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ১২৭ বছর। তাকেই পৃথিবীর অন্যতম প্রবীণতম ব্যক্তি হিসেবে মনে করা হচ্ছে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।
শুক্রবার (২৮ জুলাই) তিনি মৃত্যুবরণ করেন। আর মাত্র ১ সপ্তাহ পরেই তার বয়স ১২৮ হওয়ার কথা ছিল। মৃত্যুকালে তিনি রেখে গেছেন, সাত সন্তান, ২৫ জন নাতি-নাতনি, ৪২ পুতি এবং ১১ জন নাতির নাতি।
জনাব গোমেজের পরিবারের ভাষ্যমতে, তিনি বার্থক্যজনিত কারণে মারা গেছেন। শনিবার তাকে সমাহিত করা হয়েছে।
জনাব গোমেজের বিবাহ সনদ অনুযায়ী, তিনি ১৮৯৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন। এরপর ১৯১৭ সালে বিয়ে করেন। তিনি তার জীবদ্দশায় দুইটি বিশ্বযুদ্ধ ও তিনটি প্যানডেমিক দেখে গেছেন।
এটিএম/
Leave a reply