নতুন মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন তরুণ তারকা আনসু ফাতি।
বুধবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হয় বার্সেলোনা-এসি মিলান। এদিন, ম্যাচের শুরু থেকে আক্রমণ শুরু করে জাভি হার্নান্দেজের দল। ম্যাচের শুরুতেই ডিফেন্ডার জুলেস কুন্দের শট পোস্টে লাগলে, লিড নেয়া হয়নি কাতালানদের। এরপর একের পর এক আক্রমণ শানিয়েও প্রথমার্ধ্বে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচে বলের পজিশন ধরে রেখে আক্রমণের দিকে নজর দিয়ে খেলেছে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধ্বের ১০ মিনিটের মাথায় আনসু ফাতির গোলে লিড নেয় কাতালানরা। জয়ের ব্যবধান আরও বড় করতে পারতো কাতালানরা। ম্যাচে এসি মিলানের ওপর আধিপত্য দেখালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় একাধিক গোল থেকে বঞ্চিত হয়েছে লা লিগার গত আসরের শিরোপাধারীরা।
পুরো ম্যাচে ১৮টি শট নিয়ে মাত্র ৪টি পোস্টে রাখতে পেরেছে ফাতি-রাফিনহারা। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের পজিশন ধরে রেখে খেলেছে জাভির শিষ্যরা।
অন্যদিকে বলের পজিশন ৩৮ শতাংশ ও ১০টি শট নিয়ে ৩টি পোস্টে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি এসি মিলান। আর তাতেই ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর্সেনালের কাছে হারার পর; এই জয়ে টানা দুই ম্যাচ জিতলো বার্সেলোনা।
/আরআইএম
Leave a reply