হরিয়ানায় এখনও অব্যাহত উত্তেজনা, কারফিউ বহাল

|

ধর্মীয় সহিংসতার ঘটনায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে ভারতের হরিয়ানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বহাল রয়েছে কারফিউ এবং ১৪৪ ধারা। খবর এনডিটিভির।

এ ঘটনায় আগামী ৫ আগস্ট পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। হরিয়ানা পুলিশ জানিয়েছে, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে দুই শতাধিক আপত্তিকর ভিডিও সরানো হয়েছে। অনলাইনে উসকানিমূলক পোস্ট দেয়ার সাথে জড়িত ১০০টি আইডিও শনাক্ত করা হয়েছে। সংঘাত মোকাবেলায় রাজ্যটিতে মোতায়েন রয়েছে রিজার্ভ ফোর্সের এক হাজার সদস্য।

মূলত, গত ৩১ জুলাই হরিয়ানার নূহ জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। সবশেষ পালওয়াল এলাকার চারটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ঐ ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন, আহত অন্তত ৭০।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply