ব্যাকটেরিয়া দিয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসের কার্যক্রম শুরু করলো ঢাকা উত্তর

|

বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস-বিটিআই নামের ব্যাকটেরিয়া দিয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৩ আগস্ট) গুলশানে নগরভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অবহেলার অবকাশ নেই। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।

এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, এডিস মশা নিয়ন্ত্রণে রোববার থেকে বিটিআই প্রয়োগ শুরু করা হবে।

এ দিন দুপুরে সচেতনতামূলক র‍্যালি করে উত্তর সিটি করপোরেশন। অংশ নেন সবগুলো ওয়ার্ডের কাউন্সিলররা। পরে ডিএনসিসিতে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা হয়। এর আগে, আমেরিকা থেকে সাড়ে ৫ হাজার কেজি বিটিআই পাউডার আমদানি করে সিটি কর্পোরেশন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply