স্বাগতিক হওয়ায় চাপে থাকবে ভারত মত ওয়াসিমের; বিশ্বকাপের সূচি নিয়ে সন্তুষ্ট নন কপিল দেব

|

ছবি: সংগৃহীত

স্বাগতিক হওয়ায় আসন্ন বিশ্বকাপে চাপে থাকবে ভারত, বিপরীতে নির্ভার হয়ে খেলবে বাবর আজমের দল, দাবি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। এদিকে বিশ্বকাপে ভারতের সূচি নিয়ে বিরক্ত দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। আসরে গ্রুপ পর্বের ৯ ম্যাচ খেলতে হবে ভিন্ন ৯ শহরে। তাই ভিরাট-রোহিতদের ভ্রমণ ক্লান্তি কমাতে চার্টার্ড বিমান দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, সে বছর শিরোপাও জিতেছিল টিম ইন্ডিয়া। চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতে। সে কারণেই ম্যান ইন ব্লু দের নিয়ে গোটা দেশের প্রত্যাশা আকাশছোঁয়া। প্রশ্ন উঠছে আইসিসির শিরোপা জয়ের খরা কাটাতে পারবে তো ভারত?

তবে ভক্তদের এই উচ্চাকাঙ্ক্ষাটাই বাড়তি চাপ সৃষ্টি করবে রোহিত শর্মাদের ওপর। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, ঘরের মাঠে খেলার কিছু অসুবিধা আছে। কেননা নিজের দেশের সমর্থকদের সামনে বিশ্বকাপ খেলার চাপ সব সময়ই থাকে। সে কারণেই ভারত এবার পিছিয়ে থাকবে। বিপরীতে পাকিস্তানের কোনো সমস্যা হবে না। সেটা আহমেদাবাদ, চেন্নাই, কলকাতা বা মুম্বাই যেখানেই হোক না কেন।

এদিকে মেগা টুর্নামেন্ট শুরুর ১০০ দিন হাতে রেখে সূচি প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১০ দল ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ খেলবে। যেখানে সবচেয়ে বেশি ভ্রমণের ধকল পোহাতে হবে স্বাগতিক ভারতকে। কেননা মূল পর্বের ৯ ম্যাচ ৯টি ভিন্ন শহরে খেলবে ম্যান ইন ব্লু’রা। ৩৪ দিনে ভ্রমণ করতে হবে প্রায় ৮ হাজার ৩৬১ কিলোমিটার পথ। এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল খেললে দূরত্ব অতিক্রম করতে হবে আরও বেশি।

স্বাগতিক হয়েও ভারতীয় দলের এমন সূচি দেখে হতাশ দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, ফাইনালে উঠলে ভারতকে মোট ১১টি ম্যাচ খেলতে হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। একবার ভাবুন তাদের কি পরিমাণ ভ্রমণ করতে হবে। এই সূচি কে বানিয়েছে? বিসিসিআইয়ের উচিত খেলোয়াড়দের ভ্রমণের জন্য চার্টার্ড বিমানসহ সব ধরণের সুযোগ-সুবিধা ব্যবস্থা করা।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর। এছাড়া ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply