শহিদ জায়া পান্না কায়সারের প্রথম জানাজা গুলশানের আজাদ মসজিদে আজ বাদ জুমা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেয়া হবে ইস্কাটনের বাসায়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বারডেম হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে। রোববার (৬ আগস্ট) শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হবে।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে পান্না কায়সারের পরিবারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে তিনি অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
পান্না কায়সায় ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, ঔপন্যাসিক, সংগঠক ও গবেষক। ১৯৭৩ সাল থেকে শিশু সংগঠন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। ১৯৯০ সালে একই সংগঠনের সভাপতি হন। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য ২০২১ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন তিনি। পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।
এএআর/
Leave a reply