ইউক্রেন ইস্যুতে জেদ্দায় শান্তি আলোচনা আজ

|

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে আজ শনিবার (৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র, চীনসহ ৪০ দেশের নেতা ও প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে এই আয়োজনে। খবর ভয়েজ অব আমেরিকার।

এরই মধ্যে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে চীন। দেশটির ইউরেশিয়া ভিত্তিক কর্মকর্তা ও রাশিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত লি হুই যোগ দিচ্ছেন আলোচনায়। এছাড়া জাপান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও ইইউভুক্ত অনেক দেশ অংশ নিচ্ছে বৈঠকে।

সৌদি আরবের আলোচনা বিশ্ব শান্তি সম্মেলনে পথ খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

তবে এই আলোচনায় যোগ দিচ্ছে না রাশিয়া। অবশ্য এর আগে এই আলোচনাকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা যেকোনো আলোচনাকে স্বাগত জানাই। সৌদি আরব যে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানাই আমরা। তবে কেউ যদি মনে করে যে, আলোচনায় বসেই আমাদের অভিযান বন্ধ করা যাবে তাহলে তার উত্তর হলো, ‘না’। প্রেসিডেন্ট পুতিন আগেই স্পষ্ট করেছেন, যতক্ষণ না আগ্রসন বন্ধ হবে, ততক্ষণ অভিযান চলবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply