নিউ মেক্সিকোর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

|

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়েছে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা। খবর বিবিসির।

রোববার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেলে আলবুকেরকু শহরে হয় এ আগুনের সূত্রপাত। এখনও বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে আছে আকাশ। অবশ্য কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে প্লাস্টিক পুড়ে মারাত্মক বায়ুদূষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়দের অতি জরুরি প্রয়োজনা ছাড়া বাইরে যাতায়াত না করার পরামর্শ দেয়া হয়েছে। দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনাও জারি করেছে প্রশাসন। আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply