যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভবন ভেঙে পড়ে তলিয়ে গেলো নদীতে

|

আলাস্কায় ভবন ভেঙে পড়ার দৃশ্য। ছবি: রয়টার্স

মুহূর্তেই ভবন ভেঙে পড়ে তলিয়ে গেলো নদীতে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে হয় এমন ঘটনা। খবর রয়টার্সের।

শহরে রেকর্ড হিমবাহ বন্যার পরে আলাস্কার রাজধানী জুনৌতে একটি ভবন ভেঙে পড়ার পর তলিয়ে যায় মেন্ডেনহল নদীতে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নগর কর্তৃপক্ষ নির্দেশ জারির পর সড়কটির সব বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) ঘটে যাওয়া দৃশ্যটি ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। ড্রোন ফুটেজে দেখা যায়, জুনৌ শহরের একটি আবাসিক ভবন ভেঙে পড়ে মেন্ডেলহল নদীতে। সম্প্রতি হিমবাহ গলে বন্যা পরিস্থিতি তৈরি হয় অঞ্চলটিতে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, রোববার সকালে ২০১৬ সালের রেকর্ড ভেঙে মেন্ডেলহল নদীটির পানির উচ্চতা পৌঁছায় প্রায় ১৫ ফুটে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply