ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে এই রায় দেন জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার। তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাসেল কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুরের আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক আছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালে কুটি ইউনিয়নের রামপুরের সুমা আক্তারের (২৫) সঙ্গে রাসেল মিয়ার বিয়ে হয়। যৌতুকের কারণে সংসারে অশান্তি দেখা দিলে একপর্যায়ে ২০১৫ সালের ৩১ মে রাসেলকে তালাক দেন সুমা। এরপর ২০১৫ সালের ৪ অক্টোবর সুমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তার সাবেক স্বামী। মামলা হওয়ার পর রাসেলকে দোষী সাব্যস্ত করে তদন্ত কর্মকর্তা একই বছরের ডিসেম্বরে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুমা তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে রাসেল তাকে হত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার আদালত রাসেলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে তিনি পলাতক থাকায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়া আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।
/এএম
Leave a reply