ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় হাতেনাতে আটক ২

|

পাবনা প্রতিনিধি:

ট্রেন থেকে চুরি করে তেল বিক্রির সময় দু’জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ সময় ৪৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।

রোববার (৬ আগষ্ট) রাতে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, বগুড়ার আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার ড্রাইভার হেলাল উদ্দিন (৩৭) এবং নাটোরের রোকনুজ্জামান রোকন (৪৫)।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রাজশাহী গোয়েন্দা শাখার এএসআই উজ্জল আলী জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেলওয়ে কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে গোপনে রেলওয়েতে ব্যবহৃত ডিজেল তেল বিক্রি করে আসছিল। রোববার রাতে আরএনবি রাজশাহীর গোয়েন্দা শাখার একটি দল ঈশ্বরদী অভিমুখী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেন থেকে রেলওয়ে কর্মচারী হেলাল ও রোকনকে চুরি করা তেল বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় ৬টি জার ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে কারাগারে পাঠানো হয়।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি হারুজ্জামান রোমেল জানান, মামলাটি দায়ের করে সোমবার (৭ আগষ্ট) সকালে আটক হওয়া দু’জনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply