কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ কথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা, ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর কারিগরি সমস্যা দেখা দিলে মেট্রোর চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে, মেট্রো চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। টিকিটের জন্য অনেক কাউন্টারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। কর্তৃপক্ষ জানায়, স্টেশনে মাইকিং করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ। ত্রুটি সারানোর পর আবারও চলাচল শুরু হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটি সারানো পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে। গত ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল।
/এম ই
Leave a reply