সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে: যুক্তরাষ্ট্র

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

সৌদি আরব-ইসরায়েলের সম্পর্ককে স্বাভাবিক করতে হলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে- বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর আলজাজিরার।

বুধবার (৯ আগস্ট) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। দু’দেশের মধ্যে চলমান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি তার।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েল ও সৌদি সরকারের সাথে অনেক বিষয়েই কার্যকর আলোচনা হয়েছে। আশা করছি এ প্রক্রিয়া চলবে। বেশ কিছু বিষয়ে আমরা অগ্রসর হয়েছি। এখনও অনেকটা পথ বাকি। তবে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ যা চালিয়ে যাওয়া উচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply