জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা

|

চলতি বছরের শুরুতে গ্রেফতার হন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে মাসুদ ওরফে রণবীর। সংগঠনটির সদস্যদের প্রশিক্ষণের এই চিত্র রণবীরের ফোনে পাওয়া ভিডিও থেকে নেয়া।

দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনায় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা বুধবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে।

তাতে বলা হয়েছে, সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply