আগামী মাসেই পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ

|

চার বছর পর পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ। ছবি: সংগৃহীত

আগামী মাসেই যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অংশ নিবেন নির্বাচনী প্রচারণায়। খবর জিও নিউজের।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জিও নিউজের ‘ক্যাপিটল টক’ অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন বিদায়ী সরকার প্রধান শাহবাজ শরিফ। জানান, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহার পর লন্ডনে যাবেন তিনি। সে সময় পিএমএলএন সভাপতির সাথে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর পরই তিনি লন্ডন সফর করবেন। দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন নওয়াজ শরীফ। তিনি আরও বলেছেন, ২০১৯ সালের নভেম্বর থেকে করছেন নওয়াজ।

শাহবাজ বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর নাগাদ পাকিস্তানে ফিরবেন দলের সভাপতি। নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন এবং লন্ডন অবস্থান করেন। একাধিক মামলার আসামি তিনি। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর ফেরেননি পাকিস্তানে।

গত বছর ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকেই নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শোনা যায়। নওয়াজ ৩বার ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply