তিন ব্রিটিশসহ পাঁচ বন্দিকে মুক্তি দিলো ইরান

|

এপি থেকে সংগৃহীত ছবি।

পাঁচ দ্বৈত নাগরিককে কারাগার থেকে মু্ক্তি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ। খবর এপির।

এক বিবৃতিতে জানানো হয়, এতোদিন তেহরানের ইভিন কারাগারে বন্দি ছিলেন সদ্য মুক্তিপ্রাপ্তরা। ছাড়পত্র দেয়ার পরও তাদের নজরদারিতে রাখা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩ জন ব্রিটিশ পাসপোর্টধারী। তারা হলেন- সিয়ামাক নামাজি, ইমাদ শারগি ও মোরাদ তাহবাজ। পরিবারের আপত্তির কারণে বাকি দুই বন্দির পরিচয় এবং নাগরিকত্ব গোপন রাখা হয়েছে।

এর আগে, ২০১৫-১৮ সালের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করে ইরান। আদালতে শোনানো হয় ১০ বছরের কারাদণ্ড। জব্দ করা হয় তাদের ৬ বিলিয়ন ডলারের সম্পদ। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মধ্যস্থতায় অবশেষে তারা মুক্তি পেলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply