চলতি মৌসুমে প্যারিসেই থাকবেন, জানিয়ে দিয়েছেন এমবাপ্পে

|

ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ সম্পন্ন করতে আরও এক বছর প্যারিসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজির মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানের সূত্র মতে এমবাপ্পে তার চূড়ান্ত সিদ্ধান্ত পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে জানিয়ে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ কিংবা অন্য কোনো ক্লাবে যোগ দেয়ার জন্য চলতি দলবদলের মৌসুমে তিনি পিএসজি ছাড়বেন না বলে পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছে এমবাপ্পে। এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। অর্থাৎ এক মৌসুম পরে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। সঙ্গে এক বছর প্যারিসে থাকলে মোটা অঙ্কের বোনাসও ঘরে তুলবেন ২৪ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার।

জানা গেছে, চুক্তির শর্ত অনুযায়ী, এই ফরাসি স্ট্রাইকার মেয়াদ শেষ করলে তাকে ক্লাবের তরফ থেকে ছয় কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বেতন ও নয় কোটি আনুগত্য বোনাস দেয়া হবে। আর যদি এর মধ্যে ক্লাব ছাড়ে তাহলে কোনো অর্থই পাবেন না এমবাপ্পে। এসব চিন্তা করেই হয়তো প্যারিসে থেকে যাচ্ছেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply