মালয়েশিয়ার স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ

|

মালয়েশিয়ার স্থানীয় নির্বাচনে চলছে ভোটগ্রহণ। শনিবার (১২ আগস্ট) ছয় প্রদেশের ২৪৫টি আসনে রায় জানাবে ৯৭ লাখ মালয়েশিয়ান। খবর এবিসি নিউজের।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকারের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে। প্রগতিশীল সরকারি জোটের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে রক্ষণশীল নৃতাত্ত্বিক মুসলিমদের জোট। যার নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন।

শনিবারের ভোটাভুটিকে আনোয়ার ইব্রাহিম প্রশাসনের জনসমর্থন যাচাইয়ের মাধ্যম হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসলামের মূলনীতিগুলো তার সরকার-প্রচারণায় মানা হচ্ছে না এমন অভিযোগ তুলেছে বিরোধীরা। অন্যদিকে উন্নয়নের ধারবাহিকতা ও স্থিতিশীলতার স্বার্থে সমর্থন চেয়েছে ক্ষমতাসীন জোটের প্রার্থীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply