গৃহযুদ্ধের তিন বছরের মাথায় এসে ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে প্রথমবারের মতো উদ্যোগ নিলো জাতিসংঘ। সংস্থাটির মধ্যস্থতায় আজ (বৃহস্পতিবার) শান্তি আলোচনা শুরু হচ্ছে ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে।
জেনেভায় এক টেবিলে দেখা যাবে মানসুর আল হাদি সরকার আর হুতি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিদের। ইয়েমেনের দীর্ঘ সংঘাত বন্ধে এ পদক্ষেপকে ‘আশার আলো’ হিসেবে দেখছে জাতিসংঘ।
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস জানান, আঞ্চলিক সংকট সমাধানের সূচনা হতে পারে এ উদ্যোগ। যদিও এখনই কোনো সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী নয় বিবদমান পক্ষগুলো। জাতিসংঘ বলছে, আপাতত লক্ষ্য দু’পক্ষের মধ্যে আস্থা তৈরি।
২০১৬ সালে সৌদি সমর্থিত হাদি সরকার আর ইরান সমর্থিত হুতিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কুয়েত। ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যর্থ হয় সে উদ্যোগ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply