বাণিজ্য নয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করবে: টিপু মুনশি

|

ডিমের দাম নির্ধারণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করবে, এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ আগস্ট) সকালে আগস্ট মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ডিমের উৎপাদন ও চাহিদার তথ্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে আছে। তারা সেই তথ্য প্রকাশ করলে বাজারে দাম কার্যকর করবে বাণিজ্য মন্ত্রণালয়।

গেলো কয়েকদিন ধরেই ডিমের বাজারে নৈরাজ্য চলছে। ভোক্তা অধিকারের অভিযানেও স্বস্তি ফিরে আসেনি। প্রতি হালি ফার্মের ডিমের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকা। দেশি মুরগির ডিমের দাম ৭০ টাকা। দোকানদাররা অভিযোগ করছেন, বড় বড় উৎপাদক প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply