রাশিয়ার কারখানায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড

|

রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হলো একটি সার কারখানা। দুর্ঘটনা নাকি নাশকতা তা জানতে জোরালো তদন্ত চলছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

রোববার (১৩ আগস্ট) মস্কোর রামেনস্কোজে অঞ্চলে হয় এ দুর্ঘটনা।

কারখানাটির একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে ২ হাজার ৭০০ বর্গমিটার এলাকাজুড়ে। বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। যা কয়েকশ’ মিটার দূর থেকেও দেখা যায়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরই সরিয়ে নেয়া হয় কারখানার কর্মীদের। অবশ্য আগুনের তাপ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। পরে ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের সময় অগ্নিকাণ্ড প্রতিরোধ বিধি এই কারখানায় যথাযথভাবে মানা হয়নি। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলছে অনুসন্ধান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply