সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
নাটোরের সিংড়ায় উন্মুক্ত গণশুনানিতে সিংড়া কুতুয়াবাড়ি গ্রামের সুদের কারবারি রওশন আলীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় কোর্ট মাঠে চুরি, ছিনতাই, জবরদখল ও মাদক সংক্রান্ত এই উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত এ উন্মুক্ত গণশুনানীতে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি উপস্থিত জনগণের অভিযোগ শোনেন এবং যে সব বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি সেসব বিষয়ে কৈফিয়ত চান। এবং সেই সাথে সব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
/এম ই
Leave a reply