টুইটারে ব্লু টিক হারালো ভারতীয় ক্রিকেট বোর্ড

|

টুইটারে 'ব্লু টিক' হারালো ভারতীয় ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম টুইটারে (বর্তমানে ‘এক্স’) ব্লু টিক হারালো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ফটো বদলে বিপাকে পড়েছে বিসিসিআই। ইলন মাস্কের কোম্পানি ‘এক্স’এর নতুন নিয়মের গ্যাঁড়াকলে এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড।

রোববার উইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারার কারণে কিছুটা চাপে আছে ভারতীয় বোর্ড। তবে একই দিনে ঘটেছে আরও একটি ঘটনা। টুইটারের নাম বদলে যাওয়া বর্তমান ‘এক্স’এ নীল টিক হারিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইলন মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের অফিশিয়াল পেইজে দেখা যাচ্ছেনা ফেরিভাইড আইকন ব্লু টিক। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুরোধ রাখতে যেয়েই নাকি টুইটারে ব্লু টিক হারিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড।

রোববার (১৩ আগস্ট) সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হার ঘার তেরাঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবি পরিবর্তন করে জাতীয় পতাকার ছবি দিতে অনুরোধ জানান। ১৫ আগস্ট ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে দেশবাসীর কাছে সামাজিক মাধ্যমে প্রোফাইল পিকচারে দেশের জাতীয় পতাকার ছবি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদলে দেশের জাতীয় পতাকার ছবি দেয় বিসিসিআই।

এই ঘটনার পরপরই বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলের ভেরিফায়েড আইকন ব্লু টিক উধাও। কিছুদিন আগে টুইটারের লোগো পরিবর্তন করেছেন ইলন মাস্ক। মাস্কের কোম্পানি এক্স’এর নতুন নীতিমালা অনুযায়ী বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল পর্যবেক্ষণ করবে তারা। যতো তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন হবে, ততো তাড়াতাড়ি ব্লু টিক ফেরত পাবেন ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে এক্স’এর হেল্প ডেস্কে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। বিষয়টি নিয়ে এরই মাঝে জল ঘোলা হতে শুরু করেছে। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে ৪ থেকে ৫ দিনের মধ্যে ফিরিয়ে দেয়া হবে বিসিসিআই এর ব্লু টিক। শুধুমাত্র পুরুষ ক্রিকেটারদের নয়, ‘বিসিসিআই উইমেন’ নামের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের ব্লু টিকও সরিয়ে নেওয়া হয়েছে। ওই পেইজের প্রোফাইল ফটোও একইভাবে পরিবর্তন করা হয়েছিল।

বর্তমান এক্স’এ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুসারী ২০.৫ মিলিয়ন। আর, বিসিসিআইয়ের ফলোয়ার সংখ্যা ২১.৯ মিলিয়ন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply