ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, নিহত ৫

|

ভূমধ্যসাগরে কমছেই না অভিবাসনপ্রাথীদের মৃত্যুর ঢল। সোমবার (১৪ আগস্ট) আবারও তিউনিসিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। খবর আরব নিউজের।

এ নিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। এখনও নিখোঁজ আছেন ৭ আরোহী। তাদের সন্ধানে চলছে তল্লাশি। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

জীবিত ফেরাদের বক্তব্য, বন্দর নগরী স্ফাসেক্স থেকে রওনা হয়েছিল নৌযানটি। গন্তব্যস্থল ছিল ইউরোপ মহাদেশ। যাত্রার এক-দেড় ঘণ্টার মধ্যেই সেটি দুর্ঘটনায় পড়ে। আরোহীরা সবাই ছিলেন সাব-সাহারা আফ্রিকান দেশের নাগরিক।

তিউনিসিয়া কোস্টগার্ডের দাবি, জুন পর্যন্ত ৩৪ হাজারের বেশি আশ্রয়প্রত্যাশীকে উপকূল বা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। তবুও ভিন্ন উপায়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেছেন অভিবাসনপ্রার্থীরা। গত বছর এই সংখ্যা ছিল ৯ হাজার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply