কমছে ডিমের দাম

|

ডিমের দাম কমতে শুরু করেছে। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা দোকানে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে। সরবরাহও বেশ ভালো।

ক্রেতাদের দাবি, তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে দাম আরও একটু কমতে পারে। সিন্ডিকেটের হোতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া উচিৎ, এমনটা বলেছেন তারা।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে ডিমের দাম কমতে শুরু করে। এদিন ৫২ থেকে ৫৫ টাকা হালিতে ডিম বিক্রি হয়েছে। আজ বুধবার আরও একটু কমেছে। প্রায় দেড় সপ্তাহজুড়ে ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়। প্রতি ডজনের সর্বোচ্চ দাম উঠে ৬০ টাকা দরে।

এরপর নড়ে চড়ে বসে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্যবসায়ীদের ডেকে কঠোর হুঁশিয়ারি দেয়।

এদিকে, দোকানদাররা বলছেন, এখন থেকে তারা ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করছেন। পাইকাররা বলছেন, আড়তেও ডিমের দাম পড়তির দিকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply