পৌর কর পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগ, বারবার তাগাদা দেয়া ও তলব সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।
বুধবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর এ আদেশ দেন।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত মোট ৪৩ লক্ষ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় এ আদেশ দেন আদালত।
আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আদেশে আদালত আগামী ৩০ অগাস্ট তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানির দিন ধার্য করেছে।
এটিএম/
Leave a reply