নতুন মৌসুমের চুক্তি ইস্যুতে ঘোলাটে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে শেখ রাসেল ক্রীড়া চক্রের সম্পর্ক। আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলতে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকলেও এ সম্পর্কে কিছুই জানে না শেখ রাসেল। খেলতে হলে বাফুফের সাথে অনুমতি লাগবে ক্লাবেরও, দাবি শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার খবরটি। এরই মধ্যে চাউর হয়েছে দেশটির তৃতীয় বিভাগের দল সোল দা মায়ামো’র হয়ে খেলতে দিয়েছেন স্বাস্থ্য পরীক্ষা। অথচ দেশ ছাড়ার আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে লিখিত চুক্তি করে যাওয়ার কথা জানান ক্লাব কর্মকর্তারা।
চুক্তি বাতিল কিংবা আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার বিষয়ে শেখ রাসেলের সাথে জামাল ভূঁইয়া এখনো কোনো যোগাযোগ করেনি বলে দাবি ক্লাব কর্তাদের। পাশাপাশি ছুটির বিষয়টি গোপন করা হয় বলে অভিযোগ করেন তারা।
যমুনা টিভির সঙ্গে ফোনালাপে মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ৩০০ টাকার স্ট্যাম্পের কি কোনো মূল্য নাই? তার স্বাক্ষরের কি কোনো মূল্য নাই? সব সিদ্ধান্ত সেই (জামাল) দিচ্ছে, যাবেও সে, আসবেও সে; যা ইচ্ছে করবে এটা তো হয়না। সে আমাদের বলছে তার দেশে যাবে, সে যে আর্জেন্টিনা যাবে এ কথা বলে যায়নি। আর্জেন্টিনা যাওয়ার বিষয়টি সে গোপন করেছে।
জামাল ভূঁইয়া অবশ্য দাবি করছেন, দেশ ছাড়ার আগে শেখ রাসেলের সাথে এমন কোনো চুক্তি করে আসেননি তিনি। তবে ভিন্ন কথা বলছে ক্লাবটি। মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, এটা তো অনেক আগে থেকেই শুনছি। আমি তো আন্দাজে কমেন্ট করতে পারবো না, যতক্ষণ না সে (জামাল) কাগজ নিয়ে সামনে না আসে।
সোল দা মায়ো’র হয়ে খেলতে হলে বাফুফের পাশাপাশি ছাড়পত্র লাগবে শেখ রাসেল ক্রীড়া চক্রেরও। এমনটাই দাবি ক্লাবটির। চুক্তির ক্ষেত্রে যদি এর ব্যত্তয় ঘটে, তবে ভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে শেখ রাসেল। মোহাম্মদ ফখরুদ্দিন আরও বলেন, কাগজ আসলে আমরা আমাদের ব্যবস্থা নিব। নিশ্চয়ই তখন আমরা তাকে ডাকাবো। শিষ্টাচার, নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, তা না থাকলে আইন অনুযায়ী যা হবার হবে। এখন সে যদি যেতে পারে, তাহলে যাবে।
সবশেষ কাতার বিশ্বকাপে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থনের জন্য চেনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে খবর। সেই ধারাবাহিকতায় এবার যদি সেই দেশের ক্লাবে খেলতে পারেন জামাল ভূঁইয়া, তা দেশের ফুটবলের জন্য ইতিবাচক হবে বলে মানছেন ফুটবল সংশ্লিষ্টরা।
/আরআইএম
Leave a reply